লালপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৩ দিনব্যাপী ফলদবৃক্ষ মেলা শুরু হয়েছে।
রবিবার (২৯ জুলাই) সকাল ১০টায় লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুম চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খাঁন, লালপুর উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।