লালপুরে কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ

0

নাটোরের লালপুরে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক কৃষাণ-কৃষাণী শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত রোবিবার (২২ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লালপুর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ । এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১১টি ব্যাচে ৩০ জন করে মোট ৩৩০ জন কৃষক কে প্রশিক্ষণ দেওয়া হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.