নাটোরের বাগাতিপাড়ায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ সংগঠকের বিরুদ্ধে চার হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছেন সদস্য জাহানারা বেগম। ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সদস্য। তবে এ অভিযোগ মিথ্যা দাবি করে মাঠ সংগঠক সোনাতন জানান, তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
সূত্রে জানা যায়, উপজেলার কাজিরচক মালঞ্চি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আলতাব হোসেনের স্ত্রী জাহানারা বেগম পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কাজিরচক মালঞ্চি সমিতির সদস্য। তিনি ওই সমিতি থেকে আশি হাজার টাকা ঋণ নিয়েছিলেন গত বছরের মে মাসে, বর্তমানে সেই ঋণ পরিশোধ করেছেন তিনি। নতুনভাবে এক লাখ টাকা ঋণের আবেদন করলে মাঠ সংগঠক সোনাতন চার হাজার টাকা দাবি করেন। কিন্তু দাবিকৃত ওই টাকা দিয়েও ঋণ না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সদস্য। সম্প্রতি সদস্য জাহানারা বেগম ওই মাঠ সংগঠকের বিরুদ্ধে ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা যায়।
সদস্য জাহানারা বেগমের দাবি, ‘জুন ফাইনালের পরে আমাকে ঋণ দেয়ার কথা বলে মাঠ সংগঠক সোনাতন চার হাজার টাকা নিয়েছেন। পূর্বের ঋণ পরিশোধও করেছি। কিন্তু আমাকে নতুন ঋণ দিচ্ছে না। আবার টাকাগুলো আমার পাশ বইয়েও তুলে দেন নি তিনি।’
এব্যাপারে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর উপজেলা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।’