বাগাতিপাড়ায় সহকারী প্রধান শিক্ষকের ইন্তেকাল

0

নাটোরের বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আফসার আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। বুধবার রাত সাড়ে নয়টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল দশটায় ঐতিহাসিক বড়বাঘা জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নুল আবেদীন, বাগাতিপাড়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ ও সেক্রেটারী মাহবুব হোসেন, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাদেকুর রহমান, প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সহস্রাধীক ধর্মপ্রাণ মুসল্লি এই জানাযায় অংশ গ্রহণ করেন।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.