বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনে আলোচনাসভা, র্যালি
‘মায়ের দুধ পান, সুস্থ জীবনের বুনিয়াদ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনীতে আলোচনা সভা ও র্যালি করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।