পিকআপ ও গরুসহ দুই চোর আটক

0

হাট থেকে গরু চুরি করে পালানোর সময় দুই গরু চোরকে আটক করা হয়েছে। এসময় একটি গরু ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় তাদের আটক করা হয়েছে। আটকতরা হলেন, রনি (৩৫) ও সুমন (৩৩)।
পুলিশ জানায়, গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নারি বাড়ী গ্রামের গুল মোহাম্মদ বেপারীর ছেলে মোকবুল হোসেন বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাটে বেলা তিনটার দিকে তিনটি দামড়া গরু ১লাখ ৯০ হাজার টাকায় কেনেন। হাটের মধ্যেই গরুগুলো বাঁধা ছিল। অন্য গরু কেনার সুযোগে মোকবুলের একটি দামড়া গরু চুরি করে।
বিষয়টি জানাজানি হলে বেলা পৌনে চারটার দিকে কাছিকাটা টোলপ্লাজায় স্থানীয়রা পিকআপ ও গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে পিকআপ ও গরুসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকৃত রনি ঢাকার বিক্রমপুরের নুর ইসলামের ছেলে ও সুমন নারায়নগঞ্জের ফতুল্লার আব্দুর রশিদ বেপারীর ছেলে বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ মো. সেলিম রেজা জানান, প্রকাশ্যে হাট থেকে গরুটি চুরি গেছে, এ বিষয়ে মামলা নেওয়া হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.