
গুরুদাসপুরে চাঁদা নিতে এসে আটক ভূয়া সিআইডি কর্মকর্তা
সিআইডি কর্মকর্তা পরিচয়ে মদের দোকানে চাঁদা নিতে এসে আটক হয়েছেন এক যুবক। মঙ্গলবার রাতে গুরুদাসপুর উপজেলা চাঁচকৈড় বাজার থেকে আটক করে পুলিশ। আটককৃত রাজু আহম্মেদ (৩২) রাজু আহম্মেদ বাঘা উপজেলার ধরিনা গ্রামের রেজাউল করিমের ছেলে ।
এঘটনায় রাজুর নামে গুরুদাসপুর থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজারের নিরঞ্জনের মদের দোকানে গিয়ে ওই যুবক নিজকে সিআইডি কর্মকর্তা দাবি করেন। এসময় মদের দোকানি নিরঞ্জনের কাছ থেকে হুমকি দিয়ে ২ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। কিন্তু বিভিন্নভাবে হুমকি দিয়ে বেশি টাকা দাবি করায় ওই দোকানি গুরুদাসপুর থানায় খবর দেন। এসময় পুলিশের এএসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে। আটকৃত রাজু আহম্মেদের কাছ থেকে চাঁদার ২ হাজার টাকা ও রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক উপচার পত্রিকা’র বাঘা প্রতিনিধির পরিচয়পত্র পাওয়া গেছে।
তবে উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম মিলন জানান, রাজুর মামা ডা. নাজমুলের অনুরোধে তার পত্রিকায় বাঘা প্রতিনিধি হিসাবে রাজুকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজু কোথাও সিআইডি, ডিবি, কোথাও সাংবাদিক পরিচয়ে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজী করে আসছে। এরআগে রাজশাহী চারঘাটে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজী সময় পুলিশের হাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলা হয়েছে।