লালপুরে বিদ্যুৎ পেলো ১৮৩ পরিবার

0

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর পূর্ব পাড়া গ্রামের ১৮৩ টি অন্ধকারছন্ন পরিবার বিদ্যুৎএর আলোয় আলোকিত হলো।
বুধবার (০৮ আগস্ট) সন্ধ্যায় চকনাজিরপুর পূর্ব পাড়া গ্রামে ৫২ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যায়ে ১৮৩টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্লুইচ টিপে এই বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন।
এ সময় ওয়ার্ড আ’লীগের সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর থানা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার, নাটোর জেলা আ’লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার, সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.