গুরুদাসপুরে অটোভ্যানের চাপায় তিন বছরের শিশু নিহত, আহত ১
নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার দক্ষিন নারিবাড়ী এলাকায় সকাল সাড়ে ৮ টার দিকে ব্যাটারিচালিত বেপোরোয়া একটি অটোভ্যান দুইটি শিশুকে চাপা দেয়। ঘটনা-স্থলেই সুন্নাতি খাতুন(৩) নামের এক শিশু নিহত হয় । ৮ বছরের অন্য শিশুটিকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত শিশু সুন্নাতি খাতুন(৩) উপজেলার দক্ষিন নারিবাড়ী এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে ও আহত শিশু একই এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ আলামিন হোসেন (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর নারিবাড়ী এলাকার অটোচালক মোঃ রুবেল হোসেন গুরুদাসপুর-আহম্মেদপুর সড়ক দিয়ে বেপোরোয়া ভাবে অটোভ্যান চালিয়ে আসার সময় ওই দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।