গুরুদাসপুরে স্বামীর চপেটাঘাতে স্ত্রীর আত্মহত্যা
জন সম্মুখে স্ত্রীকে চপেটাঘাত করায় স্বামীর ওপর অভিমানে কীটনাশক পান করে গহবধূ কহিনুর বেগম (৩৮) আত্মহত্যার করেছেন। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিন্যাবাড়ী গ্রামে। শনিবার সকালে স্বামী শের মামুদ ফকিরের সাথে কথা কাটাকাটি হয়। পর্যায়ে জনসম্মুখে শের মামুদ তার স্ত্রী কহিনুরকে চপেটাঘাত করেন। এমন অপমান সইতে না পেরে স্বামীর ওপর অভিমান করে সকাল নয়টার দিকে কীটনাশক পান করেন। বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাটানো হয়েছে।