বড়াইগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৫, আহত ২০

0

নাটোরের বড়াইগ্রাম উপজেলা অংশের নাটোর-পাবনা মহাসড়কের ক্লিক মোড়ে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। আজ শনিবার বিকাল চারটার দিকে ওই দূর্ঘটনা ঘটেছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিহতের অধিকাংশই নাটোর ও পাবনা জেলার বাসিন্দা।নিহতদের মধ্যে নারী-শিশু রয়েছে । 

ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলে ১০ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বনপাড়া থেকে ঈশ্বরদীগামী লেগুনার সংঘর্ষ ঘটে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার কাজ চলছে। বিস্তারিত রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, দুর্ঘটনায় ১৩ জন নিহতের খবর শুনেছি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।

বিস্তারিত আসছে……..

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.