গুরুদাসপুরে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা
নাটোরের গুরুদাসপুরে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল দশটার দিকে সংগঠনের উপজেলা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের উপজেলা, ইউনিয়ন ও পৌর কমিটির নেত্রীবৃন্দ অংশ নেন।
গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবুল হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তৃতা করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ মো. আবুল কাশেম সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বড়াইগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল করিম রেজা, গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মোল্লা, পৌর সভাপতি মজিবর রহমান মজনু, বড়াইগ্রাম পৌর আহবায়ক সোহরাব হোসেন মাষ্টার, বনপাড়া পৌর আহবায়ক মো. আখতারুজ্জামন, উপজেলা যুগ্ম আহবায়ক শেখ সাইফুল ইসলাম, গুরুদাসপুর পৌর সাধারণ সম্পাদক নাদিম পাড়ভেজ অপু, বড়াইগ্রাম উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, বড়াইগ্রাম উপজেলা ছাত্র সমাজের সভাপতি রাসেল প্রমুখ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ মো. আবুল কাশেম সরকার বলেন, মহাজোট থেকে নাটোর-৪ আসনে জাতীয় পার্টির পক্ষে তিনি মনোনয়ন পাবেন। তাই দলীয় নেতা কর্মীদের বসে থাকার সুযোগ নেই।
তিনি আরো বলেন, সাংসদ মানে ঘুষ-দূনীতি, মাদক ব্যবসা নয়। সাংসদ মানে জনগণের খাদেম, জনগণের চাকর। আমি জনগণের চাকর হিসাবে কাজ করে বুঝিয়ে দিতে চাই। তাই এখন থেকেই নেতা-কর্মীদের মাঠে নেমে নির্বাচনী প্রচারনা চালানোর নির্দেশ দেন তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল