গুরুদাসপুরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে সুলতান ফকির (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম ওই ঘটনা ঘটে। নিহত সুলতান ফকির রানীগ্রাম গ্রামের আব্দুল খালেক ফকিরের ছেলে।
পুলিশ জানায়, রোববার বিকেলে ভ্যানভাড়াকে কেন্দ্র করে সুলতান তার চাচা আবুল ফকিরের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চাচাতো ভাই তারেক ফকির সুলতানকে মারধর করে। সর্বশেষ সোমবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে সুলতান ও তার চাচার মাধ্যে আবারও কথা কাটাকাটির ঘটনা ঘটে। এতে ক্ষোভে সুলতান ফকির কীটনাশক পান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠিয়েছে।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ফলা কালশিরা জখমের চিহৃ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
মুক্ত/ রা