আদালতের মাধ্যমেই খালেদাকে মুক্তি পেতে হবে, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়টি চলমান- সংবাদ সম্মেলণে প্রধানমন্ত্রী
প্রতিবেশি দেশের সাথে আমরা কখনোই সংঘাতপূর্ণ পরিস্থিতি চাইনা। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়টির আলাচনা চলমান রয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে আমি গ্রেফতার করিনি। তিনি রাজনৈতিকভাবে গ্রেফতার হননি। এতিমের টাকা আত্মসাতের কারণে আটক হয়েছেন। আদালতের মাধ্যমেই তাকে মুক্তি পেতে হবে।
নেপাল সফর নিয়ে সংবাদ সম্মেলণে বক্তব্যেকালে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। আজ রোববার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুটি বিমসটেকে আনুষ্ঠানিক আলোচনায় এসেছে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে আলোচনা চলমান। প্রতিবেশি দেশের সঙ্গে আমরা কখনোই একটি সংঘাতপূর্ণ অবস্থান চাই না। এছাড়া বিমসটেকে আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।
মিয়ানমারের ভুয়া ছবি ব্যবহার নিয়ে ধরা খাওয়ার ব্যাপারে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের ছবি নিয়ে মির্থ্যাচার করে মিয়ানমার অত্যন্ত জঘন্য কাজ করেছে।
প্রসঙ্গত, ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সরকারি সফর শেষ করে শুক্রবার দেশে ফেরেন তিনি।