মেয়ের খেয়ালিপনায় প্রাণ দিলেন মা

0

মেয়ে পালিয়ে বিয়ে করায় অভিমান করে আত্মহত্যা করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আয়শা বেগম (৩৫) নামে এক গৃহবধূ।

রোববার (২ সেপ্টেম্বর) সকালে শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূ আয়শা বেগম উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানান, তিন মাস আগে আয়শা বেগমের বড় মেয়ে আফরুজা বেগম প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ঈদে মেয়ে-জামাই বাড়ি চলে আসেন। এতে মেয়ের সঙ্গে অভিমান করে গত সপ্তাহে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ায় বেঁচে যান তিনি। পরে আবারও তিনি পাশের তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দেখে ফেলায় সে যাত্রাও বেঁচে যান তিনি।

পরে শনিবার (১ সেপ্টেম্বর) রাতে শোবার ঘরে সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ আয়শা বেগম। সকালে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, সঠিক ঘটনা তদন্ত পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.