আদিতমারীতে অটো-ট্রাক সংঘর্ষে নিহত ১

0

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ অটো আরোহী। সোমবার সকালে উপজেলার আদিতমারী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন কালীগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, মুক্তা রানী আদিতমারী উপজেলার নামুড়ি গ্রামের শিবরামের মেয়ে, প্রানেস্বর রায়, মহিষাশ্বর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে রতুল চন্দ্র,  আব্দুল খালেক টেপা পলাশী গ্রামের রহমত আলীর ছেলে, আরফিনা বেগম মহিষখোচা গ্রামের আলম মিয়ার স্ত্রী, কালীগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের জুয়েল মিয়া, মহেন্দ্র চ্দ্র রায় আদিতমারী উপজেলার আরাজি দেওডোবা এলাকার সন্তোষ কুমারের ছেলে।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা বলেন- লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে লালমনিরহাটগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে আলমগীর হোসেনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জর মোশেদ দোলন জানান- আহত ৩জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.