গুরুদাসপুরে বেহাল মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
উঁচু নিঁচু মাঠ। বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। খেলার অনুপযোগী মাঠের কারনে বঙ্গবন্ধু গোল্ডকাপটিও আয়োজন করা যায়নি। গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার এই মাঠটির এমন করুনদশা লাঘবের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ ক্রিড়ামোদি জনসাধরণ।
‘অবহেলা অযন্তে মাঠ হয়েছে নষ্ট, একটুখানি খেলতে গেলে পোহাতে হয় কষ্ট, উঁচু নিঁচু মাঠের মাটি বড় বড় ঘাস, বৃষ্টি হলে জমে পানি করবো কি মাছ চাষ..?,’ এমন অসংখ্য শ্লোগান সম্বলিত ফেস্টুন হাতে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গুরুদাসপুর থানা-শাপলা চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ ওই মানববন্ধনে অংশ নেন।
এরআগে শিক্ষার্থীদের উদ্দ্যোগে মাঠ সংস্কারের দাবি সম্বলিত ব্যানার হাতে বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালী বের হয়ে গুরুদাসপুর-নাজিরপুর সড়কের থানা-শাপলা চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেলার এই মাঠের এমন করুনদশার ব্যপারে গুরুদাসপুর উপজেলার ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ কুমার কাশি বলেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের এই মাঠটি গুরুদাসপুর উপজেলার কেন্দ্রীয় মাঠ। জাতীয় সকল অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। কিন্তু চাহিদা অনুযায়ী মাঠ সংস্কার করা হয়না। সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠটি খেলার অনুপযোগী হওয়ায় খেলাটি আয়োজন করা সম্ভব হয়নি। তিনি শিক্ষার্থীদের মানববন্ধনে একত্বতা প্রকাশ করে মাঠটির দ্রুত সংস্কার দাবি জানান।
গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির আলম মিঠু বলেন, বরাদ্দ না থাকায় মাঠটি সংস্কার করা যাচ্ছেনা। তাছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টটি আয়োজনের সব প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত জলাবদ্ধতার আশঙ্কায় ভেন্যু পরিবর্তন করা হয়। এই মাঠে সকল জাতীয় অনুষ্ঠান হয় এজন্য জাতীয় স্বার্থে মাঠটির দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল