বাড়ি ফেরার পথে লাশ হলেন তিনজন

0

আবারো পিকআপ ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার রাস্তারমাথা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।  দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশার চালক ছাড়া বাকিরা একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের খাঁন পাড়ার ঈমান আলী খানের স্ত্রী ফিরোজা বেগম (৬০) ও ছেলে কুয়েত প্রবাসী মোহন খান (৩৫)। নিহত একজনের নাম জানা যায়নি। এদের মধ্যে মোহন ঘটনাস্থলে, ফিরোজা বেগম সেনবাগ হাসপাতালে এবং অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতরা হলেন, নিহত মোহনের স্ত্রী বিবি মর্জিনা শিমু (২৬) ও ছেলে মিরন খান (৭), দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ছিদ্দিক উল্লার ছেলে সিএনজি চালক আবু তাহের (২৫), ডমুরুয়া গ্রামের পিকআপ আরোহী মাসুদ (৩৫) ও চালক অজ্ঞাত (৪০)।

স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও বেগমগঞ্জ এবং সোনাইমুড়ি দমকল বাহিনীর তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয়রা জানায়- সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ফার্নিচার বহনকারী একটি হলুদ পিকআপের ( ঢাকা মেট্টো নং-১৫-৪৫৮৬) সাথে সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট বাজার থেকে ছেড়ে আসা নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বর কামাল উদ্দিন জানান- সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর হাবিদার বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ওই স্থানে পৌঁছলে এই দুর্ঘটনার কবলে পড়ে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.