বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

0

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় ৫০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও দুই শতাধিক শিক্ষকের চাকরি সরকারি করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে (বোনারপাড়া) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে দুই শতাধিক শিক্ষক/শিক্ষিকা অংশ গ্রহণ করে।

মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মোঃ মুসা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব হোসেন, উপদেষ্টা মোঃ জাকির হোসেন, উপজেলা সভাপতি মোঃ তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম আজাদ, প্রধান শিক্ষক মোছাঃ ডলি খাতুন, মোঃ সিরাজুল ইসলাম, হাসিনা বেগম প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭৩ সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তার এক ঘোষণায় প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করে জাতির কাছে চির অম্লান হয়ে আছেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ এর কাছে স্মারকলীপি প্রদান করে।

মুক্ত প্রভাত/হেনা আহমেদ

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.