এ সপ্তাহেই অভিযোগপত্র , জাবালে নূরের মালিকসহ ছয়জন অভিযুক্ত
জাবালে নূরের একটি বাসের ধাক্কায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে চলতি সপ্তাহেই।
সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির প্রধান যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
যে ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হবে তারা হলেন- জাবালে নূর পরিবহনের দু’টি বাসের মালিক শাহাদাত হোসেন , জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাহ, জুবায়ের সুমন এবং চালকের দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদ।
এদের মধ্যে কাজী আসাদ ও জাহাঙ্গীর আলম এখনো পলাতক রয়েছেন। শাহাদাত হোসেন মালিকানাধীন বাসটির চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়।
প্রসঙ্গত- গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল র্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো- দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ।
মুক্ত প্রভাত/রাশিদুল