পুলিশের এসআই নিহতের ঘটনায় ঈগল পরিবহনের চালক কারাগারে

0

মুক্ত ডেস্ক

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমারকে ইচ্ছাকৃতভাবে বাসের চাকায় পিষে মারার মামলায় ঈগল পরিবহনের চালক বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। তবে আসামি বেলাল হোসেনের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের রাইনখোলা এলাকার ঢালে বাসের চাপায় নিহত হন উত্তম কুমার। রবিবার বিকাল পৌনে চারটার দিকে ওই দূর্ঘটনা ঘটে। এসময় জব্দ করা ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮২৮) বাসটি।

জানাগেছে- পুলিশের পোষাক পড়ে মোটরসাইকেল যোগে থানার দিকে যাচ্ছিলেন উত্তম। রাইনখোলা এলাকায় একটি গতিরোধক (স্পিড ব্রেকার) পার হচ্ছিলেন উত্তম কুমার। এ সময় মোটরসাইকেলের গতি কমালে পেছন থেকে বাসটি ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন উত্তম। বাসের একটি চাকা তার শরীরের মাঝ দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই এসআই উত্তমের মৃত্যু হয়। নিহত পুলিশ পরিদর্শক উত্তম কুমারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে।

এর দুই দিন আগে মিরপুর বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের এক শিক্ষকের গাড়িকে ধাক্কা দেয় ওই বাসটি। এরপর দুই পক্ষের মধ্যে সমঝোতায় না হওয়ায় এসআই উত্তম কুমার রবিবার চালক বেলাল হোসেনকে দিয়ে বাসটি চালিয়ে থানায় নেয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.