লালমনিরহটে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মকবুল হোসেন (৩২) নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান- লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে কাজ করছিলেন মকবুল হোসেন। এ সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা মকবুল হোসেনকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল