লালপুরে সাপের কামড়ে এক জনের মৃত্যু
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে ইদ্রিস আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইদ্রিস আলী উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইডপাড়া গ্রামের লাল চাঁদ এর ছেলে এবং মহিষাখোলা গ্রামের ময়েজ উদ্দিনের ঘর জামাই।
স্থানীয় ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কাঁচা ঘরের মধ্যে একটি চৌকিতে ঘুমিয়ে ছিলেন লালচাঁদ। সোমবার রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার পায়ে বিষধর সাপ দংশন করে। টের পেয়ে পরিবারের লোকজন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল