বেহাল মাঠ সংস্কারের আশ্বাস

0 ১০

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

সোমবার শিক্ষার্থীদের করা মাঠ সংস্কারের দাবির মুখে পূর্ণসংস্কারের আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার দুপুরে বেহাল মাঠটি পরিদর্শন শেষে উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মনির হোসেন ওই আশ্বাস দেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজকুমার কাশি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- সম্প্রতি গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টটির ভেন্যু নির্বাচনের পর খেলার অনুপযোগী মাঠ হওয়ায় তা বাতিল করা হয়। এঘটনায় সোমবার বেহাল মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার ক্রিড়ামোদি মানুষ। এঘটনায় মুক্ত প্রভাতের অনলাইন সংস্করনে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রসাশনের।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস জানান, কেন্দ্রিয় এই মাঠের বেহাল দশা খুবি দুখজনক। তাছাড়া প্রথম শ্রেণির পৌরসভায় অনুদান দেওয়া কঠিন। তবুও মাঠের করুণদশার কথা চিন্তা করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.