লালমনিরহাট ১ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তালিকায় এগিয়ে এ্যাডভোকেট উজ্জল
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আগে ভাগেই সর্বোচ্চ প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরির কাজও গুছিয়ে এনেছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ও জেলা কমিটির পাশাপাশি সরকারি একাধিক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তিনটি আসনে প্রায় প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে। স্বল্পসংখ্যক আসনে এক বা একাধিক প্রার্থী থাকলেও বেশিরভাগ আসনেই ২ থেকে ৩ জন প্রার্থী রয়েছেন।
তারই ধারাবাহিকতায় উত্তরের জনপদ লালমনিরটহাট জেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখরিত জেলার তিনটি আসনেই। সম্ভাব্য প্রার্থীদের যেন কোন ফুসরত নেই। প্রতিনিয়ত ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাইছেন দলীয় মার্কায় ভোট। দীর্ঘদিন অবহেলিত দলের নেতাকর্মী ও সমর্থকদেরও কদর বেড়েছে বড় বড় রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে। সবাইকে আপন করে নিজ দলের বিজয় অর্জনে সবাই যেন মরিয়া।
পাঁচটি উপজেলা মিলে লালমনিরহাট নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক নির্বাচনী প্রস্তুতি। এ নিয়ে সব দলেরই মনোনয়ন প্রত্যাশীরা ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকায়। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তিনটি দলেই রয়েছে একাধিক প্রার্থী।
হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলা নিয়ে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির অন্যতম সদস্য এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল নাম শোনা যাচ্ছে। লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম ) জেলার হাতীবান্ধা-পাটগ্রাম দুইটি উপজেলা নিয়ে লালমনিরহাট-১ আসন গঠিত।
এ আসনের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে মোটামুটি নিশ্চিত কথা শুনা যাচ্ছে লালমনিরহাট ১ এ নমিনেশন দৌড়ে তারেক জিয়ার আস্থাভাজন এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল।
এবারের জাতীয় নির্বাচনে লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্ রাম ) আসন হতে মনোনয়ন দিয়ে দলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে জানান তিনি। নির্বাচনেও বিএনপি থেকে তার মনোনয়ন নিশ্চিত বলেই শোনা যাচ্ছে।
এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জলের নাম শোনা যায়।
এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল তিনি একজন এ্যাডভোকেট, একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও পরীক্ষিত রাজনীতিবিদ।
দলের মনোনয়নের বিষয়ে জেলা নেতারা বলছেন, জেলা থেকে সব সময় সৎ, ত্যাগী ও যোগ্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়; এবারও পাঠানো হয়েছে।
কেন্দ্র থেকে আরও কয়েকবার এ তালিকা চাওয়া হতে পারে। তবে তালিকার বাইরে অনেক সময় কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হয়; সেক্ষেত্রে প্রার্থী যে-ই হোক কিছু বলার থাকে না।
লালমনিরহাট সদর আসনে বিএনপির দীর্ঘ দিনের একক প্রার্থী জেলা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাট ৩ এবারও তিনিই মনোনয়ন পাবেন বলে দলের স্থানীয় সূত্র জানায়। নির্বাচন সামনে রেখে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন দুলু।
জেলার রাজনীতি নিয়ে মাঠপযার্য়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সহিংসতা ও সংঘাত নয়, চায় আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা।
মুক্ত প্রভাত/হেনা আহমেদ