চাটমোহরে ৪ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ

0

জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ

বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার দিনের পর দিন বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় জরিপের তথ্য মতে, দেশে প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৫৩ জন। যা বাংলাদেশে শিশু মৃত্যুর ৪৩ শতাংশ। এমন বাস্তবতায় পানিতে ডুবে শিশু মৃত্যু হার রোধে পাবনার চাটমোহরে ৪ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।

গতকাল সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে সামাজিক সংগঠন ফেসবুক গ্রুপ ‘চেতনায় চাটমোহর নামে একটি সংগঠন বিনামূল্যে শিশুদের সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে। সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রাণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এইচ ইসলাম হীরা, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসিম কুমার, সিনিয়র এএসপি সার্কেল (চাটমোহর) তাপস কুমার পাল, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সবিজুর রহমান। এসময়ে শিশুদের অভিভাবক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চলনবিলের নৌকা ডুবি ঘটনার ১৭ জনকে প্রাণ বাঁচানোর জন্য সাহসি তরুন সুমন হোসেনকে (১৪) সন্মানিত করা হয়। রেডক্রিসেন্ট পাবনা শাখা, ফায়ার সার্ভিস চাটমোহর স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম দিনে ১০৫ জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়।

চেতনায় চাটমোহর সংগঠন সূত্র জানা গেছে, পানিতে ডুবে শিশুর মৃত্যু হার সংখ্যা কমাতে ও সচেনতা সৃষ্টির লক্ষে শিশুদের সাঁতার প্রশিক্ষণের আয়োজন। এ প্রশিক্ষণ আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মুক্ত প্রভাত/ হেনা আহমেদ

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.