লালমনিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রাশেদুল ইসলাম (১৭) নামে আহত কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
গত সোমবার সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে নামুড়ি মহাবিদ্যালয় গেটে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয় রাশেদুল। মঙ্গলবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাশেদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি আদিতমারী উপজেলার নামুড়ি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় কলেজ শিক্ষকরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল