সাঘাটায় ট্রাকটরের চাকায় পিষ্ট মামা-ভাগ্নের মৃত্যু

0

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভারতখালীতে সড়ক দূর্ঘটনায় মামা ভাগ্নে নিহত হয়েছেন। আহত হয়েছে এক স্কুল ছাত্র। বুধবার ভোর ৬টার দিকে সাঘাটা-গাইবান্ধা সড়কে ভরতখালী ইউনিয়নের চিথুলীয়া বিল নামক স্থানে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই জন নিহত হন।

নিহতরা হলেন- ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা গ্রামের ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের কলেজ ছেলে সজিব ঘোষ (২০) ও বগুড়ার গাবতলী থানার দূর্ঘাহাটার ঘোষপাড়া গ্রামের সুনিল ঘোষের ছেলে নরউত্তম (২৮)।

আহত ছাত্র ইউনিয়নের কুকড়াহাট গ্রামের দেলোয়ারের ছেলে বেলাল হোসেন (১৫) গুরত্বর আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মুক্ত প্রভাত/রাশিদুল 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.