নির্বাচনকালীন সরকার গঠন আগামী ২০ দিনের মধ্যে, নির্বাচন হতে পারে ২৭ ডিসেম্বর: মুহিত
মুক্ত ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আগামী ২০ দিনের মধ্যে অন্তবর্তী সরকার গঠন করার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সাথে আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি ধারনা দিয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কালে বুধবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। তাতে মনে হয়েছে আগামী ২৭ ডিসেম্বর তারা (নির্বাচন কমিশন) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে। এজন্য সরকারও প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনকালীন সরকার হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী। প্রধানমন্ত্রীকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। সংসদ থাকবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। নতুন সরকার না হওয়া পর্যন্ত সংসদ বহাল থাকবে।
মুক্ত প্রভাত/রাশিদুল