কারাগারে আদালত বসানোয় প্রতিবাদ
বেগম জিয়ার মুক্তির দাবিতেও রয়েছে কর্মসূচি
মুক্ত ডেস্ক
শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচারে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত বসানোর প্রতিবাদে ওই সমাবেশের ঘোষনা দেওয়া হয়েছে।
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে বুধবার বিকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এ ছাড়া কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের মহানগরে দুইদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। এই ঘোষনা অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি ঘোষণার আগে রিজভী আহমেদ বলেন, আদালতকে কারাগারে বন্দি করা হলো। কারাগারের ভেতর আদালত নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, সরকার প্রধান প্রতিহিংসা প্ররায়ণ হয়ে বেগম জিয়ার সঙ্গে এমন আচরণ করছেন।
দলটির পক্ষ থেকে মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে আর অনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অথবা মহানগর নাট্যমঞ্চে করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। সেইসঙ্গে অবিলম্বে সংসদ ভেঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যেমে একাদশ জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানায় দলটি।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী দুই দিন এসব কর্মসূচি ঢাকা মহানগর ও সারাদেশের মহানগরে পালিত হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল