বান্দরবান স্থলবন্দর পরিদর্শনে- নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে প্রস্তাবিত স্থলবন্দর পরিদর্শনের উদ্দেশ্যে দুই দিনের সরকারী সফরে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান শুক্রবার বান্দরবানে আসেন। এসময় তিনি বান্দরবানে বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে স্থলবন্দর পরিদর্শনে যান। স্থল বন্দর পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া ও তার সাথে যারা আছে তাদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তার সাথে যারা আছে তারা মহা পাপী। রাজনীতিতে আবারো মৌসুমী পাখিদের আর্বিভাব হয়েছে। তিনি আরও বলেন, মিয়ানমারের সাথে সীমান্ত বানিজ্য সম্প্রসারনের লক্ষে নতুন স্থল বন্দর নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে এলসি স্টেশন প্রয়োজন। তাই কিছুটা সময় অপেক্ষা করতে হবে। স্থল বন্দর নির্মানে মিয়ানমারেরও আগ্রহ থাকতে হবে। তবে মিয়ানমার সম্মতি দিলে স্থল বন্দরের নির্মান কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। চাকঢালায় স্থল বন্দর করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরীর সভাপিতেত্ব মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, আবু তাহের কোং, সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী প্রস্তাবিত চাকঢালা স্থল বন্দরের স্থান পরির্শন করেন।

 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.