গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে – ডেপুটি স্পিকার

0

সাঘাটা প্রেসক্লাব কার্যালয়ের উদ্ধবোধণ

সাাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি

বর্তমান সরকারের সময়েই গণমাধ্যমগুলো স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। আর একারণেই সংবাদিকদের প্রকৃত ঘটনা, উন্নয়ন চিত্র ও গঠনমূলক সমালোচনা করা উচিত বলে মন্তব্য করেন- বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব ফজলে রাব্বী মিয়া, এমপি। শনিবার গাইবান্ধার সাঘাটা থানা সংলগ্ন সাঘাটা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকায় দেশ আজ বিশ্বে উন্নয়নশীল দেশে এগিয়ে যাচ্ছে। বিএনপি সরকারের আমলে দেশে বাক স্বাধীনতা বলে কিছু ছিল না। বিএনপি জোট এখনও নানা দেশের উন্নয়নে নানা ধরণের অপপ্রচার চালাতে লিপ্ত বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের মাধ্যেমে রায় দিবেন।

সাঘাটা প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার ঘোষ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য সাখওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের নাজমুল হুদা দুদু, সাঘাটা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড, মাই টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি আফতাব হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির, আনোয়ার হোসেন রানা, সোহেল আকবর টিপু, জাকির হোসেন লিটন, এস.এম মিজান, মোস্তাফিজুর রহমান ফিলিপস প্রমূখ ।

 

মুক্ত প্রভাত/রাশিদুল 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.