সম্পাদকের কলম থেকে

0

পত্রিকা, বই, ম্যাগাজিন বা এসদৃশ তথ্যভান্ডারকে মানুষ যদি চেতন বা অবচেতন মনে লালন করে, ধারণ করে এবং অনুশীলনের মাধ্যমে জ্ঞানে পরিণত করে তবে সেখানেই তার স্বার্থকতা। আর এ ইতিবাচক চিন্তা বুকে ধারণ করে আমাদের পথ চলা শুরু। সংবাদ মাধ্যম (প্রিন্ট ভার্সন) যেন না হয় ঠোঙ্গা বানানো কাগজের কাঁচামাল বা খাবার খাওয়ার পরে হাত মোছার উপকরণ। যদিও এটার বাস্তবায়ন আমাদের সমাজ ব্যবস্থাপনায় একটি কষ্টসাধ্য উদ্দ্যোগ। তারপরেও প্রত্যাশা, প্রতিশ্রুতি, প্রচেষ্টা, প্রজ্ঞা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে ও দেশের আপামর জনগণের মাঝে জাগরণ ঘটিয়ে দূর্ভাবনা, হতাশা বা না পাওয়ার গ্লানিকে দূরীভূত করা সম্ভব। ক্ষুধামুক্ত, আত্মমর্যাদাশীল ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংবাদ মাধ্যম গণজাগরণের পথ তৈরি করতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে অর্থাৎ সত্য ও সুন্দর তথ্যবহুল সংবাদ উপস্থাপনের মাধ্যমে জাতী গঠনে ভূমিকা রাখতে চায় ‘মুক্ত প্রভাত’ পরিবার। প্রথম সংখ্যা প্রকাশের পরেই পরবর্তী সংখ্যা প্রকাশের গণদাবী এ প্রত্যাশাকে ভিন্ন চোখে দেখার অবকাশ রাখে না। আপামর জনগণ, যারা ইতিবাচক পরিবর্তনের নিয়ামক হিসাবে সমাজে ভূমিকা রাখেন বা রাখতে চান এরুপ স্বর্ণজন যদি সহযোগিতা অব্যাহত রাখেন তবে ‘মুক্ত প্রভাত’ পরিবার তাদের লক্ষ্য অর্জনে স্থিমিত, দমিত ও পিছপা হবে না ইনশা আল্লাহ। আপনাদের অকৃত্রিম ভালবাসায় ও সহযোগিতায় সিক্ত হয়ে ১ম বর্ষ, দ্বিতীয় সংখ্যা প্রকাশের সকল কার্যক্রম সম্পন্ন হলো, সেই সাথে আপনাদের হাতে আপনাদের মনের কথা তুলে দিতে পেরে আমাদের দায়মুক্তির একটা পথ তৈরির সুযোগ হলো বলে আমাদের ধারণা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.