নারায়ণগঞ্জ প্রতিনিধি
বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে মঙ্গলবার ভোরে বন্দরের সোনাচড়া ও রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৮নং সেক্টরে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, বন্দরের সোনাচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে পড়ে ইব্রাহিমের নিহত হন। ইব্রাহিমের বাড়ি রূপগঞ্জ এলাকায়।
এদিকে, রূপগঞ্জে ডাকাতির মালামাল ভাগাভাগির দ্বন্দের জেরে ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ওরফে রাজা নামের এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল