সংবাদকর্মীরা পাবেন মহার্ঘ ভাতা- প্রজ্ঞাপন জারি

0

মুক্ত অনলাইন ডেস্ক

এবার সাংবাদকর্মীরা পানে মহার্ঘ ভাতা। সাংবাদিকদের মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুবিধার এই ঘোষনা সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- তথ্য মন্ত্রণালয়ের জাতিকৃত ২০১৮ সালের ২৯ জানুয়ারির প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নবম সংবাদপত্র মজুরি বোর্ড কর্তৃক পেশকৃত অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পরীক্ষা করেছে সরকার। চলতি বছরের ১ মার্চ থেকে এই আদেশটি কার্যকর হবে।

ওই পরিক্ষা অনুযায়ী সংবাদ ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

 

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.