সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ্ব-১৭ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে জেলা স্টেডিয়ামে এ টুনামেন্টের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।
এসময় অন্যান্যদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা গোলাম সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে উপজেলার ৫টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় কুহালং ইউপি সুয়ালক একাদশের বিপক্ষে মাঠে নামে। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল