দেশের জনগণ অর্থনৈতিক সুফল ভোগ করছে- প্রধানমন্ত্রী
দেশের আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ৮ ভাগে উন্নিত হয়েছে। ৫ দশমিক ৪ ভাগে নেমেছে মূল্যস্ফীত। এখন অর্থনৈতিক সুফল দেশের জনগণ ভোগ করতে পারছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিএসইসি এর রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন- ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। খাদ্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। সাধারণত বর্ষাকালে জিনিসপত্রের দাম বাড়লেও এবার তা হয়নি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের দিন বদল হয়েছে, ভাগ্য বদল হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, শিল্পায়ন হয়েছে। দেশ ডিজিটালাইজেশনের অন্তর্ভুক্ত হয়েছে। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে।
মুক্ত প্রভাত/রাশিদুল