চালক-হেলপার নিহত- মিরসারাইয়ে কার্ভাট ভ্যানের ধাক্কা
মুক্ত অনলাইন ডেস্ক
দাড়িয়ে থাকা কার্ভাট ভ্যানকে অপর একটি একটি কার্ভাট ভ্যান ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হন। বুধবার ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার মস্তাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক কবির হোসেন (৪০) এবং তার সহকারী। এ ঘটনায় গৌতম (১৮) নামের আরও একজন আহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান- ঢাকামুখী দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের পেছনে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের হেলপার মারা যান। পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান একই কাভার্ড ভ্যানের চালক কবির হোসেন। কাভার্ড ভ্যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল