ঘাতক ট্রাক কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

0

মুক্ত অনলাইন ডেস্ক

সড়ক পার হওয়ার সময় ঘাতক ট্রাকটি পিষে দিল এক ব্যাংক কর্মকর্তাকে। তমুন্সিগঞ্জের গজারিয়া অংশে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গোলাম মোস্তাফা (৫০)।

নিহত কর্মকর্তা ঢাকা সোনালী ব্যাংকের এমএলএস পদে কর্মরত ছিলেন। তিনি আনারপুরা এলাকার বাসিন্দা। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে যায় চালক-হেলপার।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিব জানান,  ট্রাকের চাকায় পিষ্ট ওই কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.