আবার ঝরলো চার প্রাণ, চকরিয়ায় দুর্ঘটনা

0

মুক্ত অনলাইন ডেস্ক

আবারো কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ঝরলো চারটি তাজা প্রাণ। কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুর্ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুসহ পাঁচ যাত্রী।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী রিসোর্টের সামনে ঝুঁকিপূর্ণ বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনার আবদুল খালেকের ছেলে মো. ইউনুস মিয়া (৩৫), চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (২৫), একই ইউনিয়নের জমিদারপাড়ার ছৈয়দ আহমদের ছেলে ইজিবাইকচালক আবু তাহের (৩৮)। এ ছাড়া ৩৫ বছর বয়সী এক নারী নিহত হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী প্রাণ কোম্পানির মালামাল বহনকারী একটি পিকআপ ভ্যান হারবাং ইনানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত হন। এছাড়া আহতদের মধ্যে চারজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার এক কিলোমিটার দূরে অপর সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ সাতজন প্রাণ হারান।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ও সার্জেন্ট নূর-এ আলম পলাশ বলেন,  ‘দুর্ঘটনাকবলিত যান দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটনায় এক নারীসহ চারজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.