ঐক্যবদ্ধ আ’লীগই বিজয় লাভ করে
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি
আওয়ামী লীগে ঐক্য থাকায় বারবার জয় লাভ করেছে। লালমনিরহাট-০১( হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের উন্নয়নের একমাত্র হাতিয়ার স্থানীয় সাংসদ মোতাহার হোসেন নিলসভাবে উন্নয়ন করে যাচ্ছেন। যার সুফল পাচ্ছে তার নির্বাচনী এলাকার মানুষ। হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ, আবুবক্কর সিদ্দিক শ্যামল এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন- বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজ,সন্ত্রাসী,যুদ্ধপরা ধীর রাজাকারদের ভোট দেবে না। যারা ক্ষমতায় থেকে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে, বিদেশের আদালতে যাদের সাজা হয় তাদের বাংলার জনগণ ক্ষমতায় বসাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনাকেই ভোট দেবে।
আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শ্যামল আরোও বলেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়, তখনই বিজয় লাভ করে। বিগত দুই নির্বাচনে ঐক্যবদ্ধ ছিলো বলেই বিজয়ী হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল