ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট, বঙ্গবন্ধু খুনির জামাতা ফুয়াদ গ্রেফতার

0

মুক্ত অনলাইনডেস্ক

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বুধবার রাজধানীর হাতিরঝিল থেকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে (৪৩) আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি বলেন,  এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে।

ফুয়াদ বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই ঘটনার প্রেক্ষিতে ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্র (কালেরকন্ঠ)

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.