সাঘাটায় স্বপ্নের ভুবন বিদ্যাতরীর ৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

0

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার স্বপ্নের ভুবন বিদ্যাতরীর ৫ শিক্ষার্থীকে মাহবুবর রহমান, আম্বিয়া বেগম , আজিজুর রহমান ও রউশনোজ্জামান ট্রাস্টেরে পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন স্বপ্নের ভুবন বিদ্যাতরীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুর রহমান অরুন।

বৃহস্পতিবার সকালে ৫ জন শিক্ষার্থী- সুমাইয়া আক্তার, উম্মে ছাউদা, নাজমুল হক, শয়ন চন্দ্র দাস, কুমারী পুজা রানীর হাতে শিক্ষাবৃত্তি সনদ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভরতখালী ইউনিয়নের চেয়াম্যান জনাব, ছামসুল আজাদ শীতল , কবি নাট্যকার সাংবাদিক শাফিউল আলম খোকন , স্বপ্নের ভুবনের অধক্ষ্য হুসেন আলী ,ও দুদু সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ছাত্র ছত্রীবৃন্দ প্রমুখ।

 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.