২০ সেপ্টেম্বর আদেশ- খালেদার অনুপস্থিতে বিচার চলবে কিনা

0

মুক্ত অনলাইন ডেস্ক

আগামী ২০ সেপ্টেম্বর আদেশ দেবেন আদালত খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলবে কিনা।

বৃহস্পতিবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে অবস্থিত ঢাকার অস্থায়ী ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এদিন ঠিক করেন।

প্রসঙ্গত- মঙ্গলবার কারাগারে বসানো অস্থায়ী আদালতে হাজির হননি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন বলা হয়েছে- খালেদা জিয়াকে আদালতে যাওয়ার কথা বলা হয়েছিল। তিনি আদালতে যেতে অনিহা প্রকাশ করেন।

এই পরিস্থিতে প্রধান আসামির অনুপস্থিতিতেই মামলার বিচার চলতে পারে কি না, তা জানতে  আসামিপক্ষের আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান। বিচারক। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীর বক্তব্য শোনার জন্য  বৃহস্পতিবার দিনধার্য্য করা হয়েছে। খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় কাস্টোডি ওয়ারেন্ট পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়া ছাড়া মামলায় অপর আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলায় হারিছ চৌধুরী পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আর অপর দুই আসামি জামিনে আছেন।

তদন্ত শেষে ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর পর ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়। প্রসঙ্গত চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।

 মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.