জাতীয় পার্টি আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যেতে প্রস্তুত

0

মুক্ত অনলাইন ডেস্ক

আমাকে জেলে দেওয়ার পর সেখান চিকিৎসা দেওয়া হয়নি। ঈদের নামাজও পড়তে দেওয়া হয়নি। অথচ আমি খালেদা জিয়াকে থাকার জন্য বাড়ি দিয়েছিলম। তার সন্তানদের লেখা পড়ার খরচ দিয়েছিলাম। কিন্তু খালেদা জিয়া আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন।

বৃহস্পতিবার ঢাকা-১৭ আসনের কচুক্ষেত এলাকায় গণসংযোগকালে এরশাদ এসব কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন শক্তিশালী দল, আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যেতে প্রস্তুত। কারন আমরা মানুষ খুন করিনি। আমাদের রক্তের পিপাশা নেই। সাধারণ মানুষের ভালোবাসায় এখনো বেঁচে আছি। মানুষ সেই ভালোবাসা থেকেই জাতীয় পার্টিকে ভোট দেবেন।

বিনাবিচারে যে কারাগারে  টানা ৬ বছর আমাকে জেলে রাখা হয়েছিল। আজ খালেদা জিয়াই সেই কারাগারে আছেন।

 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.