দিঘীনালার কালো পাহাড় থেকে বন্দুক, গান পাউডার উদ্ধার

0
মুক্ত অনলাইন ডেস্ক
যৌথবাহিনী বৃহস্পতিবার সকালে একটি একনলা বন্দুক, গান পাউডার উদ্ধার করা হয়েছে। দীঘিনালায় শিববাড়ী এলাকার কালো পাহাড় নামক স্থানের সন্ত্রাসীদের ঘাটি থেকে রান্না করার জিনিসপত্র এবং গরুত্বপুর্ণ নথিপত্রও  উদ্ধার করা হয়েছে। । গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায়।
যৌথবাহিনী সূত্র ও দীঘিনালা থানার ওসি আবদুস সামাদ জানান, শিববাড়ী এলাকায় কালোপাহাড় নামক স্থানে অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ২৫/৩০ জনের একটি সশস্ত্র দল সেখান থেকে পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী সশস্ত্র গ্রুপের আস্থানাটি ভেঙ্গে গুড়িয়ে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজী রোধকল্পে এ ধরনের অপারেশন চালানো হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে সশস্ত্র এ গ্রুপটি এ আস্তানা থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.