১০ টাকা কেজির চাল নিতে ৪০ টাকা ট্যাক্স
মুক্ত অনলাইন ডেস্ক
১০ টাকা কেজির চাল নিতে প্রতি একজনকে দিতে হচ্ছে ৪০ টাকার ট্যাক্স। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের সময় এসব ট্যাক্স উত্তোলন করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের রাজাগাঁও ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল নিতে দরিদ্রদের কাছ বাধ্যতামূলক চৌকিদারি ওই ট্যাক্স আদায় করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে ১ হাজার একশ জন হতদরিদ্র রয়েছেন যারা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল পেয়ে থাকেন। এই সুবিধাবোগী ১১শ’ হতদরিদ্র মানুষের কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করা হয়েছে।
গত বুধবার থেকে ওই ইউনিয়নের বাদিয়ার মার্কেট ও পাটিয়াডাঙ্গী বাজারে চাল দেওয়া হচ্ছে। খাদ্য বিভাগের আওতায় নিয়োজিত ডিলার মো. হেলাল ও শাহিনুর রহমান হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করছেন। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইউপি কার্যালয়ের প্রদত্ত পরিবারের ট্যাক্সের রশিদ ছাড়া চাল দেন না। এভাবে ১১ শ সুবিধাভোগীর কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করা হয়েছে।![]()

এ ব্যাপারে আসান নগর গ্রামের তমিজ উদ্দীনসহ একাধিক সুবিধাভোগী জানান, ট্যাক্সের রশিদ না দেখালে ডিলাররা তাদের চাল দেন না, তাই তারা হতদরিদ্র হয়েও বাধ্য হয়ে মাথাপিছু ৪০ টাকা হারে ট্যাক্স প্রদান করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে পাটিয়াডাঙ্গী বাজারের ফেয়ার প্রাইজ ডিলার শাহিনুর রহমান জানান, তিনি চেয়ারম্যানকে ট্যাক্স আদায়ে সহযোগিতা করছেন মাত্র। অবশ্য সাংবাদিকদের কাছে অভিযোগকারী ব্যক্তিদের পরক্ষনে ধমক দেন ওই ডিলার।
অপরদিকে ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার হতদরিদ্রদের কাছ থেকে চাল প্রদানের সময় ট্যাক্স আদায়ের কথা অস্বীকার করেন। তিনি বলেন, তার ইউনিয়নে ট্যাক্স আদায়ের হার শতভাগ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঠাকুরগাঁও সদর উপজেলায় মঙ্গলবার হতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। সদর উপজেলার ২১ ইউনিয়নের ৪৪টি কেন্দ্রে চাল বিতরণ করা হয়েছে। ২৭ হাজার ২৪৪ জন সুবিধাভোগীর জন্য ৮ হাজার ১৭৩ মে. টন বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, চাল বিতরণে কোথাও কোন অনিয়ম হলে বা হতদরিদ্রদের কাছ থেকে ট্যাক্স বা অন্য কোন নামে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট ডিলার ও চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ হতদরিদ্ররা ট্যাক্সের আওতায় পড়ে না।
মুক্ত প্রভাত/রাশিদুল