চার সদস্যর মেডিকেল বোর্ড গঠন খালেদা জিয়ার চিকিৎসায়
মুক্ত অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।
জানাগেছে- অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসার জন্য এ কমিটি হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- আবু জাফর চৌধুরী বিরু, অধ্যাপক তারেক রেজা এবং অধ্যাপক শামসুন্নাহার।
বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনের জন্য । সে অনুযায়ী একটি বোর্ড গঠন করা হয়েছে বলে শুনেছি। তবে এখনও আমরা এ সংক্রান্ত কোনো কাগজপত্র পাইনি।
কারা সূত্র জানিয়েছে, আগামী ১৫ বা ১৬ সেপ্টেম্বর মেডিকেল বোর্ড কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করতে কারাগারে যেতে পারে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন । এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত মেডিকেল বোর্ড গঠন করা হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল