রূপগঞ্জে ব্রিজের নিচে পাওয়া গেল তিন যুবকের গুলিবিদ্ধ লাশ
লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর পূর্বাচলের ৩নং সেক্টর আলুমপুড়া, ১১ নম্বর ব্রিজের নিচে থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ঘারে ও মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি করা হয়েছে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে নূর হোসেন বাবু (২৯), তার ভায়রা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুড়েলা এলাকার আব্দুল মান্নানের ছেলে শিমুল আজাদ (২৬), বর্তমানে রাজধানীর মুগদা মান্ডা এলাকার হাজীর বাড়ির ভাড়াটিয়া এবং তাদের বন্ধু ও ব্যবসায়ীক অংশিদার রাজধানীর বনানী মহাখালী দক্ষিনপাড়া এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে সোহাগ ভূইয়া (৩৪)।
নিহত ৩ জনই মুগদা এলাকায় অংশীদারিত্বের ভিত্তিতে গার্মেন্ট পণ্যের ব্যবসা করতেন। এদের মধ্যে নিহত শিমুলের প্যান্টের পকেট থেকে নেশাজাত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের আলমপুর এলাকার ১১ নং সেতুর নিচে পাশাপাশি গুলিবিদ্ধ অজ্ঞাতনামা ৩ যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ গুলো উদ্ধার করে। এ সময় লাশের দেহ তল্লাশী করে একজনের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করে নিহতের পরিবারে সাথে কথা বললে পরিচয় সনাক্ত করা হয়।
নিহত ব্যবসায়ী শিমুলের স্ত্রী নীপা ইসলাম জানান, আমার স্বামী শিমুল ভগ্নীপতি নুর হোসেন বাবু ও তাদের ব্যবসার পার্টনার সোহাগ মিলে বুধবার সকালে তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহের গুরেলা গ্রামে বেড়াতে যায়। এর পর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে একটি পরিবহনের সুপারভাইজারের মাধ্যেমে জানতে পারেন মানিকগঞ্জের পাটুরিয়া ফেরীঘাটের সামনে থেকে বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশের জ্যাকেটপরা ১৫ থেকে ১৬ জন ব্যক্তি তাদের আটক করে নিয়ে গেছেন। শুক্রবার সকালে রূপগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তার স্বামীসহ ৩ জন নিহতের সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে এসে লাশগুলো সনাক্ত করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া খবরে ওই ঘটনাস্থল থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩০ বছর বয়সের নিহত এক যুবকের প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবাও পাওয়া গেছে।
ওসি আরও জানান, একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, আরেকজন ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট ছিল। নিহতদের মাথায় জখম রয়েছে। পরে পরিবারের কাছে লাশ তিনটি হস্তান্তর করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল