রংপুরে ঝড়লো তিন প্রাণ- বাস উল্টে
একটি যাত্রীবাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুক্তারুল ইসলাম জানান, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এলাকায় গাইবান্ধা থেকে রংপুরগামী মায়ের দোয়া পরিবহন নামে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের মাঝে পড়ে তিনজন নিহত ও ২০ জন আহত হন। আহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল